কত্তো গরম ছিলো
সকাল থেকে দুপুর,
বিকাল শেষে শান্তির পরশ
বৃষ্টি ঝরছে টাপুর টুপুর।


দখিনা দমকা হাওয়ায়
শীতল পরশ বুলিয়ে গেল বৃষ্টি,
জানালার গরাদ ধরে হাসুনির মা
মেলেছে অপলক দৃষ্টি।


অনেক অপেক্ষার পর
হাসছে সবুজ গাছের পাতা,
বৃষ্টিতে ভিজতে ভিজতে
এসো বলবো, আজি প্রেমের কথা!


লাজুক লাজুক মুখে
পেলো বুঝি ভীষণ লজ্জা,
টিপটিপ বৃষ্টিতে এসো
খুলে রেখেছি মনের দরজা।


মেঘে ঢেকে আছে
ঐ নীল নীল আকাশটা,
এ নির্জনে পড়বো দু'জনে
ধূলোমাখা ভালোবাসার ডায়েরিটা।


হঠাৎ বিদ্যুৎ চমকালো
দুর ঐ আকাশ কোণে,
ভিজে জবুথবু হয়ে
হাতে হাত ঘষবো দু'জনে।