আমি আমার চল্লিশের পর,
অসীমের সাথে সাক্ষাতের আসবে খবর।
সেদিনের সেই ক্ষণে কেউ রবে না পাশে,
যারা বলেছিল সব আমায় ভালবেসে।


ছলনা আর মায়ায় অনেকেই করবে ক্রন্দন,
সবকিছু ছেড়ে যাবো, ছিন্ন করে মায়ার বন্ধন।
এ আমি যে আমার ভাবিতে নামে চোখে বর্ষা,
অনন্তকাল তোমার আমি, তুমিই মোর ভরসা।


কতো কথা আর কতো আশা ছিল এ মনে,
সবই অতীত হয়ে যাবে অমোঘ প্রয়াণে।
ক্ষণিকের অতিথি তুমি আর আমি এ ধরায়,
সৃষ্টির মাঝে সৃষ্টি হয়ে চলো বর্ণিল জীবন সাজায়।


মন পাখি উড়ে যাবে সোনার দেহ ছেড়ে,
যাবে না তারে ধরে রাখা, যাবে বাঁধন ছিঁড়ে।
আয়োজন শুরু করবে বিদায়ের তরে,
এ ভাবনায় অন্তর শুধু কেঁদে মরে।