হায়রে আসমা বিবির বাপ!
ভেবেছিল চামড়ায় হবে লাভ।
মহাজন থেকে চড়া সুদে নিল অর্থ,
এবার হবে তো, মনে মনে আঁটে তত্ত্ব।


পাড়া মহল্লা ঘুরে কিনলো চামড়া,
গরু, মহিষ, ছাগল আর ভেড়া।
যা কিছু পেল নিলো চড়া দামে,
এবার কেল্লাপথে ভাবে আর ঘামে।


এ পাড়া, ও পাড়া থেকে করে জড়ো,
লাভ করবে এবার, ব্যবসায়ী হবে বড়ো।
যখন চামড়া নিয়ে এলো রাস্তার মোড়ে,
দালালের দাম শুনে,বিবির বাপের মাথা ঘোরে।


লাভের কথা বাদ! মূলধনও যাবে হারায়,
আসমা বিবির বাপ কপাল চাপড়ায়,
অঝোর নয়নে কাঁদে, বসে চামড়ায়।