কতো চেনামুখ হলো আজ অচেনা,
কতো চেনাসুরে এ হৃদয়ে বাজে বীণা,
অচেনা ঐ হৃদয় খুঁজে বেড়ায় সুর,
স্বার্থের টানে প্রিয়জন ছেড়ে যায় বহুদূর।


মায়াজালে বিরহী বাঁশি সুর হারা,
স্বার্থপর মন কেন আজ আত্মহারা?
অবিশ্বাস এখন আষ্টেপৃষ্ঠে ধরে,
অসৎ সাধু সাজে, ছলনায় ছল করে।


ছলনায় মজে মন চলে বাঁকা পথ ধরে,
স্বার্ৎের লোভে ডুব দেয় পাপের সাগরে।
মুখোশের আড়ালে যায় না ঠিক চেনা,
কতো চেনামুখ হলো আজ অচেনা।