ধসে পড়া কবরের পাশে দাঁড়িয়েছ কখনো,
একদিন সেও রওনা দিয়েছিল হয়তো
কোনো প্রেয়সীর মায়াবী আহ্বানে।
দূরন্ত ষাঁড়ের ধারালো শিংয়ে লাল কাপড়
সেও বেঁধেছিল অবলীলায়।


মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে
ঝাঁপিয়ে পড়েছিল অন্যায়ের প্রতিবাদে হয়তো!
অথবা লোভ-লালসায় বশবতী হয়ে
ব্যাংক লুট, নারীর ইজ্জত লুট করেছিল!
ঘুষের জাহাজে চড়ে ধনের পর্বতে চূড়ায়
উঠে, হয়তো বলেছিল আমিই সাধু!


হারাম দ্রব্য খেয়ে মসজিদের উঠানে
গড়াগড়ি করেছিল একটানা হয়তো!
ধসে পড়া কবরের পাশে দাঁড়িয়েছ কখনো!
একদিন সেও সেজেগুজে ছিল
    তার প্রিয় মানুষটার জন্য হয়তো!


অজানা-অচেনা পুরুষকে
আবদ্ধ রেখেছিল  মনের টানে হয়তো!
একদিন হতে পারে ধসে পড়া কবরের মতো,
তোমার আখেরি আবাসস্থল।
রঙিন জীবনের রঙিলা সময়, যবে হবে শেষ,
ঠিকানা একটাই থাকবে অবশেষ।