প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ,
এভাবেই আসবে নাকি তৃতীয় ঢেউ।
এ ঢেউ থেকে বাঁচতে গতি নেই,
বিধাতা ছাড়া অন্য কেউ।


করোনা তুমি সৃষ্টি এক জঘন্য,
লাখে লাখে মানুষ মরছে তোমার জন্য।
তোমার কোনো ক্ষমতা নেই করোনা,
এ মৃত্যু ঐ বিধাতার দৃশ্যমান নমুনা।


এ বিপদ থেকে রক্ষা পেতে প্রভুর নাম জপি,
কোন্ অপরাধ করেছি, মোরা যে আজ পাপী।
কোথাও কি আছে স্থান? বিচার দিনের মালিক ছাড়া,
তুমি বিনে এ ধরা নিষ্প্রাণ, সকলেই আজ দিশেহারা।


এ ভাবনায় অঝোরে কান্দে আসমার বিবির বাপ,
জীবনের পাতায় ভরে আছে যে অগণন পাপ।
ভবের মায়ায় জড়িয়ে মানুষ কুড়িয়ে যাচ্ছে ধন-রতন,
পরাণ পাখি উড়াল দিতে বাকি আছে আর কতক্ষণ?