দম পুরালে ও কুলে দিতে হবে পাড়ি,
যমের কাছে চলবে কি আর বাড়াবাড়ি?
মানুষ হইয়া মানুষের ধন করছ কেন কাড়াকাড়ি?


সব ফেলে ধরতে হবে শেষ স্টেশনের গাড়ি,
হুইসেল দিলে গাড়ি যাবে প্লাটফর্ম ছাড়ি,
ও মন গাঁট্টাগোঁট্টা বাঁধো, করতে হবে তাড়াতাড়ি।


ও কুলে বসে যদি পেতে চাও রে আরাম,
এখন থেকে বাদ দিয়ে দাও যত আছে হারাম,
এ হারামে জীবন নষ্ট,  আত্মার হবে ব্যারাম।


ও পাড়ে চলে নারে এখানকার মতো অজুহাত,
ধরলে জমাদার, জবার দিতে দিতে হবে কুপোকাত,
আঁধার ঘরে বসে বসে করবে তোমার আলোকপাত।


দমের গাড়ি যবে পৌঁছাবে আখেরি স্টেশন,
বৈধ মালের মালিক হলে জানাবে অভিবাদন,
ওখানে চলে নারে কোনো রকম প্রহসন।