কঠিন সময় পার করবে যেদিন,
সবকিছুর হিসাব হবে সেদিন।
আড়ালে আবডালে যতই করো লুকোচুরি,
সবই দিতে হবে হিসাব, ফাঁস হবে জারিজুরি।


কলমের খোঁচায় মানুষকে ঠকানো আর কতদিন,
দিনে দিনে বাড়ছে লেনা, শুধিতে হবে সেই ঋণ।
পরাণ পাখি উড়াল দিলে কর্ম হবে না সার,
শত চেষ্টা ব্যর্থ হবে, দুচোখে দেখবে আঁধার।


ধরা পড়বে সব, সেদিন দেয়া যাবে না ফাঁকি,
নয়-ছয় করা বন্ধ হবে, চলবে না সেথায় চালাকি।
ধরা পড়লে জামিন নাই, সময় থাকতে ভাবো মনা,
শেষ এপিসোডে কোনো বকিঝুকি কাজে আসবে না।