অপেক্ষার পালা শেষে
    এলো এক পশলা বৃষ্টি,
শান্তির মা, দাওয়ায় বসে একলা
তাকিয়ে আছে মেলে অপলক দৃষ্টি।


তাপদাহ চলছে সারাদেশে
মানুষের জীবন ত্রাহি ত্রাহি দশা,
এক পশলা বৃষ্টির আশায়
অসহায় মানুষ ভাবে, রবই ভরসা।


বৃষ্টির জলে ভাসে
ঝরে পড়া হাসনাহেনার ফুল,
বৃষ্টির জলে উপড়ে ফেলুক
কপট হৃদয়ের হিংসার মূল।


এখন আষাঢ়ে ঝরে না
রিমঝিম রিমঝিম বৃষ্টি,
শ্রাবণের আকাশেও
আর হয় না কালো মেঘের সৃষ্টি।


আসমার বাপ চিন্তায় মগ্ন
দেখে প্রকৃতির এ বিরূপ,
মানুষের লোভের কারণে দিন দিন
হারিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য অপরূপ।