স্থায়ী ঠিকানায় যাবে যে একদিন,
ইতি টেনে ইতিহাসে রবে কি চিরদিন?
সাঙ্গ হবে সব, রইবে না সোনার দেহ,
আঁধার কবরে কাটাবে, সঙ্গী নয় কেহ।


সময় বড়ই নিঠুর, আসে যদি মরণ,
পাথেয় তোমারই শুধু,  রেখো যে স্মরণ।
মসজিদ পানে ছুটে মুমিন, প্রভুর ভয়ে,
যতো জালিম আছে নরকে পড়বে ক্ষয়ে।


বিচারদিনের মালিক হাশরের ময়দানে,
ক্ষমা করবে না তাদের, যাদের বিশ্বাস শয়তানে।
আঁধার কবর হবে তাদের কষ্টের ঠিকানা,
মজলুমকে যারা দিয়ে যাচ্ছে যাতনা।


হারাম হালাল না ভেবে যারা গড়েছে ধনের পাহাড়,
সোজা কথা একটাই, তারা হবেই সিজ্জিনের আহার।
দুদিনের দুনিয়া! চক্ষু মুদিলে সবকিছুই অন্ধকার,
ঠকিয়ে ঠেকিয়ে এত্তো সব কী ছিলো দরকার?


এ ভেবে সদা কান্দে আসমা বিবির বাপ,
জানা অজানা কারণে কতটা জমেছে পাপ।
চোখের জলে মাফ চায় তুলে দুটি হাত,
শেষ অবধি মিলে যেনো আল্লাহ তোমার জান্নাত।