শত্রু থাকলে জীবন হয় সুন্দর,
আলোয় আলোয় ভরে যায় অন্তর।
কাজে আসে না শত্রুর যন্তর মন্তর,
হিংসার অনলে পুড়ে হবে কালান্তর।


কারোর জীবনে যদি না হয় শত্রু কেউ,
ইবলিশ তুলবে তার মনে পাপের ঢেউ।
অন্তরে তার উঁকি দেবে অহংকার,
জীবন সুন্দর করতে একজন শত্রুর দরকার।


এ জগৎ কিছুই নয়, শুধু একটা মোহ,
জীবনের বাঁকে বাঁকে করতে হবে দ্রোহ।
এ জীবনে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে আপদ সমূহ,
মায়াবী মায়াজাল ছিন্ন করলেই মিলবে সুখাবহ!