জানি, তুমি কখনো করবে না এ আমারে ক্ষমা,
ডংকা বাজিয়ে রায় করেছো ঘোষণা, প্রিয়তমা।
কোলে মাথা রেখে রাতের আকাশে গুনতাম তারা,
এ জীবন শূন্য রবে, বলেছিলে এ আমাকে ছাড়া!


জোনাকিপোকা পাহারায় থাকতো সারারাত ব্যাপী,
ভালোবাসা আর ভালোলাগা, এ নিয়ে বলতে চুপিচুপি।
এত্তো সব ভেবে পাইনা কূল, তুমি যে বড্ড বহুরূপী,
যে চোখে স্বপ্ন বুনতে তা আজ মনে হয়, সব আজগুবি!


ছলনার ষোলোকলা পূর্ণ করে, কী পেয়েছো মনোরমা?
জীবনে সবই পাবে, একদিন তুমিও পাবেনাকো ক্ষমা।
একপেশে রায় লিখে, আসন ত্যাগ করেছো হাসি হাসি,
অথচ অপরাধী বানিয়ে আমাকে, রায়ে লিখেছো ফাঁসি!