বন্ধু'র মায়া বন্ধ হয়,
           চক্ষু মুদিলে,
ঘরের লক্ষ্মী দুঃখী হয়
    প্রয়োজন না মিটিলে,
মা'র মায়া বেড়ে যায়
    বিপদ- আপদ আসিলে।।


ফুলের সুন্দর শেষ হয়
      ফোঁটাফুল ঝরিলে,
সৎলোকের সুনাম ক্ষয়ে যায়
        ভুল না ধরিলে,
মা'র মায়া বেড়ে যায়
        বিপদ-আপদ আসিলে।।


ভরানদী মরে যায়
       বুকে পলি জমিলে,
যশ-খ্যাতি কমে যায়
        পাপ কার্য করিলে,
মা'র মায়া বেড়ে যায়
     বিপদ-আপদ আসিলে।।