টং থেকে চং,
আর কতো ভংচং।
পাপে ছাড়ে না বাপ,
এটা বলে, আসমা বিবির বাপ।


মানুষকে কষ্ট দিলে,
জীবনখাতায় পাপ মিলে।
দোষী মন দোষ খুঁজে,
ইবলিশ রেখে মনের মাঝে।


কবি জাকের সদা বলে যায়,
সময় গেলে করতে হবে হায় হায়!
নিজের দোষ নিজের খোঁজে,
সৎ মানুষ কিন্তু তা বুঝে।


হিসাবের খাতা হরদম হচ্ছে লেখা,
শেষ বিচারের দিন যাবে দেখা।
বিপদে পড়লে দেখবে চারপাশে ফাঁকা,
মনে রাখবে, থাকবে না সেদিন কোনো কাকা।