প্রত্যেক কিছুর শেষ বলে একটা কথা আছে,
আজকে রাজা, পরের দিন তুমি প্রজা,
লুটে নিয়ে খাচ্ছো করে মজা।


লাঠির জোরে ঘাঁটি বানাও,
অহেতুক মানুষকে কষ্ট দাও।
ভাবছি! তোমারও আসবে পালা,
নীল আলোয় জ্বলবে, সাঁঝের বেলা।


মোহের মায়ায় বুঝতে করো দেরি,
তোমার মতো ছিলো বহু ভুড়ি ভুড়ি।
কোথায় গেলো তারা, পেল স্থায়ী ঘর,
দাপট-কপট, উজাড় হলো অতঃপর।


আজকে রাজা,
পরের দিনই তুমি প্রজা!
সবকিছুই থাকবে, তুমি-আমি ছাড়া,
হৃদয়ে তোমার মীরজাফর, অবিশ্বাসে ভরা।


পালাবে কোথায়, পাবে নাতো কোথাও স্থান,
পিছু নেবে, ছাড়বে না তোমায়, ইবলিশ শয়তান।
সময় বড়ই শত্রু, থাকতে সময় করো তওবা,
অসময়ে আসবে না কোনো স্বঘোষিত বাবা।