কলম এক হলেও
         চিন্তা কিন্তু ভিন্ন,
কালের গভীরে হারিয়ে গেলেও
                ইতিহাস বহন করে চিহ্ন।


ভাবছো! বাঁশি শুধু তুমিই বাজাবে
                 তা কি করে হয় রে মনা?
ইতিহাস তোমারটাও  নতুন করে লেখা হবে,
           নিশ্চয় থাকবে না কারোর অজানা।


চতুর ক্লাইভ আর মীরজাফর
       পাপ টানছে পৃথিবীর পর,
লোভের সরোবরে সাঁতার কেটে
        অন্যকে দেখাচ্ছো নরকের ডর।


নিজে করে চলছো যত্তসব অনিয়ম
      তাবত দুনিয়া তা জানে,
বেশ ধরে সাধু সেজে কী
     মুখ বন্ধ রাখা যায় জনে জনে?


আপনি ভালো তো জগৎ ভালো,
জ্ঞানী জনে সর্বদা বলে,
ইতিহাস পুনরাবৃত্ত ঘটে রে মনা!
  আটকানো যায়নি তা কোনো কালে।