সুবচন আটকে গেছে মিথ্যার বেড়াজালে,
অন্যায় অবিচার আর কতো দেখবো কালে কালে।
সকাল থেকে শুরু করি অনর্গল মিথ্যা কথাতে,
নিজ স্বার্থ ব্যাহত হতেই অন্যকে মারি আঘাতে।


সামনে সাধু সাজি, আড়ালে হই অপরাধের মাঝি,
ভন্ডের ভণ্ডামি দেখে জ্ঞান হারিয়ে ফেলে কাজী।
ওরা একেক মকছুদে থাকে ধরাধামে লালসার হাটে,
সব ফাঁকিঝুকি ধরা পড়বে একদিন ঐ যমুনার ঘাটে।


হরে হরি গাঁটে ভরি, চম্পট দেবে ভাবছো মনে মনে,
ব্রজহরি বড়লাট ছাড় কি দেয়? খবর রাখে নখদর্পনে।
মানুষ নামে অমানুষগুলো ভরে আছে এ সংসারে,
অসুর সুরের সখ্যতা, আজি এ দুঃখ বুঝায় কাহারে?