এ পৃথিবীর 'পরে চলছে
কত অন্যায় ও অনৈতিক কর্মকান্ড,
আলো আঁধারের খেলায়
ভোগ করতেই হবে রে তার দন্ড।


জীবনের শেষ এপিসোডে
যখন বেজে উঠবে বাঁশি,
পাপের ভারে মিলিয়ে যাবে
মায়াবী ঐ দু'ঠোঁটের হাসি।


জীবনের বাঁকে বাঁকে
আছে চোরাবালির ফাঁদ,
কতো দানবীরখ্যাত ফেরিওয়ালা
রঙিন আলোতে কাটাচ্ছে রাত।


মুখোশের আড়ালে মুখোশ পরে
মানুষ সেজে আছে এ সমাজে,
লোকচক্ষুর আড়ালে থেকে ওরা
মারে হিংস্র থাবা লাভ আর লোভে মজে।


কেড়ে নেয়া মানুষগুলো
আছে আমাদের চারপাশে,
সুযোগের অপেক্ষায় সজাগ থাকে
কখন সেই মোক্ষম সময়টা আসে।