রাতের আকাশে তারার মেলা,
আলো জ্বেলে জোনাকিরা করছে খেলা।
নিঃশব্দ চারপাশ জেগে আছি একা,
আকাশের গায়ে হাসছে চাঁদ জনম বাঁকা।


অনেকগুলো শিউলি ফুল ঝরেছে উঠোনে,
দেখে মনটা ছুটে যেতে চায় ওখানে।
জোনাকিরা ছুটে আসে পেয়ে একা মোরে,
ঝিঁঝিঁ পোকা গান গেয়ে যায় সুরে সুরে।


ঝোপের ভেতর ডাহুকের একটানা আর্তনাদ,
কান পেতে শুনেছি, মনটা হলো যে বিষাদ।
চাঁদার মা'র ঝুপড়ি ঘরে জ্বলে উঠলো কুপি,
হাঁটুর ব্যথাটা বেড়েছে নাকি, কাঁদছে চুপিচুপি।