থলের বিড়াল, কালো বিড়াল যা হোক না কেন,
বিড়ালটি মেউ মেউ করে ভেতরে, বের করে দেন।
ভাঁজা মাছ উল্টিয়ে খেয়ে হয়েছো ভিজে বিড়াল,
ডেকচির কালি লেগে আছে, করবে কি আর আড়াল।


কলকাঠি যতই নাড়াও, তুমি মস্ত বড় ধূর্ত,
এবার পড়েছো ধরা, খুঁজে পাবে নারে গর্ত।
তোমার ধর্মপিতা সাজছে সাধু বাঁচিবার তরে,
তুমি তো চুনোপুঁটি, করছো কান্নাকাটি জনতার ডরে।


থলের বিড়াল কালো হোক বা হোক সাদা,
দাদা গিরি চলে না আর, পালিয়ে গেলে দাদা।
মুখ বোঝে সহ্য করে বিধায়, জনতাকে ভাবো গাধা,
শান্তিপ্রিয় জনগণ দেরি করে না হাতে তুলতে গদা।