বাড়ি, নারী আর কড়ির তরে,
অনেক মানুষ এ তিনের লোভে পড়ে
যশ-খ্যাতি নষ্ট করে হাতে হাতকড়া পরে।


দামি বাড়ি আর রাতের রাণী,
আমরা বাঙাল যে নামে চিনি,
অনেকে পাগলপারা পেলে মদের বার মিনি।


কিছু মডেল নারী আর অঢেল ধন রতন,
চরিত্র তাদের পবিত্র (!) রাতের আঁধারে অবচেতন,
অন্ধকার নামলেই রাজপুতেরা উড়ায় নব কেতন।


কালো টাকার কুমির ওরা অনেক কিছু,
ধরাছোঁয়ার বাইরে, ওদের আছে উঁচু-নিচু,
সময়ে পড়লে ধরা, বলতে চায় মিথ্যে সবকিছু।


জাতি জানতে চায়, আর কতো আছে রাজা-রাণী,
এ নিয়ে সারাদেশে মানুষ করছে এখন কানাকানি,  
লোক সকল শান্তিপ্রিয়, উন্মোচন হোক সব কাহিনী।