সততা আজ লাথি খায় মিথ্যার ছলে,
ব্যাঘ্রমুখ ছাঁটে দুই টাকার ছাগলে।
বুদ্ধিমানকে বোকা বানায় সভ্য সমাজে,
চোর চুরি করিয়া কেমনে সাধু সাজে?


সৎ নির্বাসনে, ভয়ে মরে অসহায়,
অসৎ সাধু সেজে পিঠের ওপর ছড়ি ঘোরায়।
শত্রু বুকে জড়িয়ে ধরে, মিথ্যা মায়াজালে,
প্রাণসখা কেঁদে মরে, অশ্রু ঝরায় আড়ালে।


হাত বাড়িয়ে আছে ইবলিশ বসে কান্দেলায়,
ইন্দ্রজালে আবদ্ধ হয়ে অভাগা কপাল ছাপড়ায়।
তবুও আলো হাতে ঘুরে বেড়ায় আলেয়া,
অসৎ পালিয়ে যাবে একদিন, আলো দেখিয়া।