বিশ্বাস করতে ভয় হয়,
যদি করে ক্ষতি।
একসাথে চলতে সন্দেহ হয়,
আঘাত করে যদি।
বন্ধুত্ব কী আগের মত হয়,
নদীর মতো নিরবধি।


প্রেমের ভিত্তি এখন দেহ,
অনৈতিক বিষয় অহরহ।
সম্পর্কের মধ্যে সন্দেহের তীর,
বন্ধুরূপে করছে শত্রুরা ভিড়।
দুধ থেকে তুলে খাচ্ছে মাখন,
দুরে সরে যাচ্ছে যারা আপন।


ক্ষণিকের সম্বন্ধকে ভাবছে আসল,
কাছের মানুষ হয়ে যাচ্ছে নকল।
সামনের সবাইকে ভাবি হরি,
গুরুজনের কথা কি ধরি।
পরধন লোভে থাকি ব্যাকুল,
হারিয়ে বুঝি দুইকূল।


ভাবতে অবাক লাগে এই মানুষ,
এরাও কী মানুষ, যারা নে ঘুষ।
বিশ্বাস হয়না যে আমার আমি,
উপরে বসে মুচকি হাসে অন্তর্যামী!