আশা নিয়ে বাঁচে মানুষ,
স্বপ্ন নিয়ে উড়ায় ফানুস,
ভালোবাসার মানুষের খুঁজে পায় না দোষ।


মায়ায় বাঁধে জীবনের রথ,
স্বার্থে খুঁজে নেয় চলার পথ,
জীবনের বাঁকে বাঁকে যতো আপদ।


মতের অমিল হলে কেল্লাফতে,
সুর আর অসুর মিলেছে একসাথে,
ইবলিশ রেখে মনে প্রভুকে খুঁজে দিনে-রাতে।


নিজের ভাগটা আগে নিয়ে পরেরটা কাঁড়ে,
আড়ালে থাকা ওদের  কখনো যায় না চেনা রে,
হৃদে বসে সাধু সেজে ওরা শুধু কলকাঠি নাড়ে।


আশােপাশে লুকিয়ে থাকা প্রিয় শত্রু,
কখন এসে মরণ রশি কাটতে করে শুরু,
এ ভাবনায় মনটা করে সদা দুরুদুরু।