কেউ নয় কারো,
সকলে পেতে মশগুল আরো।
এ জগতে সকলি মায়া আর মায়া,
একদিন বেঈমানী করবে নিজেরই ছায়া।


অবৈধ আয় যখন তোমাকে দেয় আনন্দ,
জিতে যায় তখন ভালকে মেরে ঐ মন্দ।
কাকে করছো খুশি তুমি করে এ মন্দ কাজ,
সততার মাপকাঠিতে খসে পড়বে সাধুর সাজ।


আসল ছেড়ে লোভের তরে সেজে আছো নকল,
হৃদয় তোমার শয়তানে করেছে জবর দখল।
মজা পাও, মধু খাও, কেহ করবে না বারণ,
আজ তোমার পালা, কে আটকাবে রাঙা চরণ।


সকলেই জানে, নির্ধারিত আছে একটাই গন্তব্য,
ওখানে হিসাব চলে, হয় না অনিয়ম, যা ধর্তব্য।
দেহ ছেড়ে প্রাণ যাবে মনা, হও রে হুশিয়ার,
দাপট-কপট সব হবে শূন্য, দেখবে দু'চোখে আঁধার।