কবিতা লিখলে
   ঘরে বাইরে শত্রু বাড়ে,
কবিতার পঙক্তিগুলো
   অনিয়মের কথা বলে তাই।
কবিতা লিখলে
   এখন অনেকেই জীবন কাড়ে,
কবিতার শব্দগুলো দুর্নীতির
         গুমোর ফাঁস করে তাই।
কবিতা লিখলে
    সত্যিকারের প্রেমিক ঘর ছাড়ে,
কবিতার বর্ণগুলো অন্ধকার তাড়িয়ে
     আলোর পথে নিয়ে যায় তাই।
কবিতা লিখলে
    গায়ের লোমগুলো কাঁটা হয়ে যায়,
কবিতার ভাবার্থ পাঠকের মনকে
    সোনার মত পুড়িয়ে খাঁটি করে তাই।
আর কবিতা সব সুন্দরের অবগাহন,
    ভালবাসার দহনে পুড়ে ছাই-ভস্ম।