আমি কবি, কবিতার করি চাষ,
কবিদেরও থাকে শত্রু,
অন্তরে যাদের ইবলিশ করে বাস।


আমি কবি,
সু্ন্দরের প্রার্থনা করি বারোমাস,
অসুন্দর হয়ে যাক একেবারে বিনাশ।


আমি কবি,
বলে যাই সাম্যের কথা- মানবতা,
সকলের উর্ধ্বে জয়ী নিখাঁদ সততা।


আমি কবি,
মানুষের উপর বিশ্বাস রাখি অবিচল,
অন্তর যাঁদের সাদা শুভ্র একেবারে নির্মল।


আমি কবি,
এখনো বিশ্বাস করি, ফিরবে একদিন ওরা,
স্বার্থের তরে হিংসায় যাদের অন্তর ভরা।