শব্দের পাশে শব্দ বসিয়ে
আর কবিতা লেখা হয় না।
দিগন্ত জোড়া ফসলের মাঠ,
ছানা হারানো ডাহুকের আর্তনাদ।


কবিতায় নতুন করে কি লিখবো?
ডানা মেলা চিল আর শালিক,
একাকী বাঁশি হাতে রাখাল,
উদাস হয়ে বসে থাকা কৃষাণী,
কোমড় প্যাঁচানো গামছায় কৃষক।


কবিতায় নতুন করে কি লিখবো?
নাকি শতকোটি টাকা বিদেশে পাচার,
বেগমপাড়ায় বাঙালির আয়েশি বাস।
অধিক লাভের আশায় সিমেন্টের বদলে বালি,
চালের বস্তায় ইটের গুঁড়ো নাকি কঙ্করের ফালি।


কবিতায় নতুন করে কি লিখবো?
ছেলে ভোলানো গেদার মা,
মরা ছড়ার পাশে আসমা বিবি,
মাঝদুপুরে পুকুরে উলঙ্গ ছেলের দল,
গাঁয়ের নববধুর খোলা চুল।


কবিতায় নতুন করে কি লিখবো?
মেধাবী মেয়ের বুকচেপে ধরা বই,
মহাজনের সুদ আদায়ের তাগাদা।
অবহেলিত শিক্ষকের অভাবের তাড়না,
অফিসের বড়কর্তার অনৈতিক চাওয়া।


কবিতায় নতুন করে আর কি লিখবো?
মাছে ভেজাল, গাছে ভেজাল,
ভেজালের আড়ালে ভেজাল।
প্রেমে ভেজাল, প্রণয়ে ভেজাল,
চারিপাশে ভেজাল, হায়! হায়! কি করি?