জগতের যত ভাবনা এসে,
ভর করে ব্যাকুল এ মনে।
একা হয়ে প্রকৃতির কুলে,
দোলে যায় কত কথা নিরঞ্জনে।
কত অসুর সুরের দলে,
কত অনিয়ম করছে গোপনে।


বেশ ধরে আদায় করে ক্যাশ,
কত জনা চলছে এ ভুবনে।
সৎ আজি বিরহে হয়ে কাতর,
অসৎ উড়ায় নিশান ক্ষণে ক্ষণে।
জগতের মন্দরা দল বেঁধে,
ব্যস্ত আজি দুর্বলের ধন হরণে।


কপট আজ দেখায় দাপট,,
   ধার করা শক্তির গুণে।
জগতের প্রভু! মুচকি হাসে,
অসুর আর সুরের মিলনে।