কুয়াশার চাদরে ঢাকা শীতের ভোর,
এখনো বুঝি অনেকে ঘুমে অঘোর।
পাখিরা নাচছে আনন্দে তুলে সুর,
এসো হে প্রেমিক, শুনো সেই সুর!


আঁখি মেলে দেখো শিশিরের 'পরে,
লাজুক লাজুক শিশির কণা নৃত্য করে।
কুয়াশায় ঢাকা মেঠোপথ ক্ষেতের বুক ছিঁড়ে,
এসো হে প্রেমিক, দেখো চাষি যায় হাল ধরে।


শিশিরে স্নান করে জল আনতে যায় গাঁয়ের বধু,
ঘোমটা টানা মুখে হাসি আর বুক ভরা মধু।
ঘুঘু ডাকা ভোরে ছুটে যান তারই খুঁজে শুধু,
মুক্তির ফটকে আটকে যাবে, সেজে থাকা সাধু।