সময়ের কোলাহলে আজি তোমার হাতে বাঁশি,
বগলে ইট নিয়ে দাঁড়িয়ে আছো পাশাপাশি।
অন্তরে ইবলিশ রেখে বাইরে দেখাও মানবতা,
আড়ালে কেড়ে নিয়ে সব, মুখে বলো আল্লাহ-খোদা।


ভাবছি বসে! একদিন আসবে তোমার পালা,
মৃদু  আলোয় জ্বলবে আগর, ঐ সাঁঝের বেলা।
লোভের সরোবরে ডুবে, বুঝতে করছো দেরি,
একদিন সব রেখে, পার হবে শেষ যাত্রার ফেরি।


সবকিছুই কি থাকবে? তুমি আর আমি ছাড়া,
হৃদয়ে তোমার মীরজাফর, অবিশ্বাসে ভরা।
পালাবে কোথায়? ঠিকানা একটাই গোরস্থান,
তবুও পিছু ছাড়বে না চিরশত্রু ইবলিশ শয়তান।