শ্যাম রাখি না কুল রাখি,
এ ভাবনায় সারারাত বন্ধ হয়নি আঁখি।
চারিপাশে বন্ধুরূপী মীরজাফরের প্রেতাত্মা,
সুযোগ বুঝে ছুরি মারে, বাহ্যিকরূপ ফেরেস্তা।


দুই দিনের এ দুনিয়া, রঙে-রসে টইটুম্বুর,
কালের প্রান্তে জন্ম নেয় অসুরের পাপাঙ্কুর।
ওপারের সঙ্গী হবে একমাত্রই কর্ম তোমার,
আলোর যাত্রী আলো দেখে, পাপী অন্ধকার।


লোভী অন্তর সদা করে যায় হা-হুতাশ,
প্রাণ ভোমরা উড়ে গেলে হবে রে বিনাশ।
কাড়াকাড়ি করতে গিয়ে ডুব মারে পাপে,
জ্ঞানীরা আজ অসহায়, মূর্খরা জ্ঞান মাপে!