কেটে যাবে আজ সারাটি রাত,
দেখে দেখে ঐ আকাশের চাঁদ,
ছায়ায় বসে হাতে রেখে হাত।


জোছনারা খোঁজে খোঁজে মরবে,
চুপিচুপি ভালবাসা কথা বলবে,
জোনাকিরা আলোয় আলোয় জ্বলবে।


দুষ্টু মেঘেরা চাঁদের সঙ্গে খেলবে লুকোচুরি,
চুলে ঢেকে যাবে চাঁদ পুরোপুরি,
তোমার আলোয় আসবে সব মায়াপরী।


নাচবে গিরি গিরি, গাইবে সুরে সুরে গান,
ফুলে ফুলে মৌমাছিরাও করবে মধু পান,
বিমোহিত হয়ে পরীরা করবে মাল্যদান।