সততাবিহীন মানুষ স্রোতহারা নদীর মতো,
বুকে দেখো, ময়লার ভাগাড়ে পূর্ণ কতো?
নদী হলে দেখো উঠে কতো ঢেউ,
আর অসৎ হলে ফিরে তাকায় না কেউ।


মরা নদীর বুকে জন্ম নেয় আগাছা আর কচু,
সত্যবিমুখ মানুষগুলো সদা করে মাথা নিচু।
ইতিহাসে দেখো, অসৎ যারা ছিলো এ ধরাধামে,
ভেবে দেখো, কতোটা ঘৃণা ঝরে ওদের কাজে-কর্মে।


সাময়িক দাপট কপট দেখিয়ে হওয়া যায় না সেরা,
কালের আবর্তে হারিয়ে যাবে, পড়বে আখেরি ধরা।
এখন ভাবছো নিরলে, এত্তোসব গোপন ধন-দৌলত,
সব কি ধূলোয় মিশে যাবে? ব্যর্থ হবে রে  মনোরথ।