অন্তরে যার নেই প্রভুর স্থিতি,
অন্যায় কর্মে তার নাইরে কোন ভীতি,
অনায়সে করতে পারে যত সব দূর্নীতি।


সে মানুষ নয়, সে তো মানুষ নামে অমানুষ,
পাপের ভারে পায়ে তলায় লুটিয়ে থাকা পাপোষ,
সারাটা জীবন অভিশপ্ত,এড়ানো যাবে না জনরোষ।


বেশ ধরে দরবেশ, সেজে থাকবে সাধুর সাজ,
মুখোশের আড়ালে চালিয়ে যাবে অনৈতিক কাজ,
উপরে আর নীচে ওদের আছে যত্তসব লাইন-ভাঁজ।


আসল ছেড়ে নকলের গুরুত্ব ওরা দেয় বেশি,
অন্যকে অবজ্ঞা করে, নিজের স্বার্থে বিশ্বাসী,
সীমা লঙ্ঘন করলে, তিনিই টানবেন রশি।