দুনিয়াটা হয়নি রে বদল,
মানুষ হয়ে গেছে বদল।
আসল ছাড়ি লোভের মোহে
বুকে ধারণ করেছে নকল।


মান্য করলে মানুষ ভাবে রে দূর্বল,
সুযোগ পেলে মারবে রে ছোবল।
চাটুকারের আসন আজি সোনায় ভুষণ,
লাভের আশায় মনিবের চোষা হাড্ডি চুষন।


উপকারের প্রতিদান এখন শুধুই উপহাস,
কতো যে আছে ঘেঁটে দেখো ইতিহাস।
উপরে সাধু আর অন্তরে করে হিংসা লালন,
শিষ্টকে করে দমন, দুষ্টুকে করছে পালন।