মানুষের ব্যবহার খারাপ হচ্ছে দিন দিন,
আচার-আচরণে একেবারেই চরিত্রহীন।
বেশ-ভুষায় মনে হয় খাঁটি সাধু,
সুযোগ বুঝে বোতল উল্টিয়ে খায় মধু।


আড়ালে আবডালে করে কতো কিছু,
মধুর লোভে ঘুরে মধুওয়ালার পিছু।
বেকায়দায় পড়লে ধরে হাতে ও পায়ে,
নিজকে অনেক দামি ভাবে পাড়াগাঁয়ে।


দু'পয়সার পাত্তা দেয় না কেউ,
নেতা নেতা ভাব ধরে শুধু করে ঘেউঘেউ।
সোনার মানুষ আছে কতো সাধারণ বেশে,
দেশের জন্য কাজ করছে মানুষকে ভালোবেসে।