কেটে যাবে পলকে,
এ মায়ার বাঁধন।
পর হবে আপন,
মুখ ফেরাবে স্বজন,
তখন চোখে নামবে শ্রাবণ।


দুঃখ কি আর মুছে যাবে
দুই নয়নের জলে?
সময় থাকতে হও রে চেতন,
কোনো কাজে আসবে না ধন -রতন।


প্রশ্নবাণে জর্জরিত হবে এ জীবন,
লোভে পড়ে হতাশ কেনো মন?
চরম মুহুর্তে পরমের কাছে তখন,
ভাসাবে বুক দুই নয়নের জলে!