জীবন যেখানে যেমন,
প্রয়োজনে কেহ নয় আপন,
মানুষের মন পাল্টায় যখন তখন!


মানুষ বড়ই স্বার্থপর এ জগতে,
নিজে নিজেকেই রাখে লাভের পথে,
স্বার্থ পুরালে উঠে পড়ে উল্টো রথে।


প্রয়োজনে ওরা রবে পাশাপাশি,
ভালোবাসা বিলাবে রাশি রাশি,
শুধু স্বার্থটা হাসিল হলে গলায় পরাবে রশি!


আড়ালে থাকা এ মানুষ চেনা বড়ই কষ্টকর,
এরা আষ্টেপৃষ্ঠে থাকবে, ভাবা যায় না ওরা পর,
শেষ অবধি ওরাই তোমাকে চিনাইবে যমের ঘর।


মায়ায় জড়িয়ে ফেলবে ওরা ফাঁদে,
বুকে ছুরি বসিয়ে লোক দেখিয়ে কাঁদে,
হিংসার আগুন ছড়িয়ে দেয় চলার পথে।