প্রকৃতির মাঝে খুঁজে চলছি তারে,
ধূলোমাখা আঁকাবাঁকা মেঠোপথ ধরে,
পাখপাখালির মনকাড়া মধুর সুরে।


পড়ন্ত বিকাল নীলিমায় নীল,
নয়ন জুড়ানো সবুজ প্রান্তহীন বিল,
ঢেউ উঠে ফসলের ক্ষেতে শান্তি অনাবিল।


চাষিরা মনের আনন্দে ক্ষেতে করছে কাজ,
তাদের ছোঁয়ায় পূর্ণতা আসে প্রকৃতির সাজ,
মনটা হারায় দেখে লজ্জাবতীর লাজ।