বিশ্বাসে মুক্তি মিলে,
অবিশ্বাসে যেতে হয় বহুদূর।
কান কথায় মন বদলায়,
এ জগৎ মিথ্যায় ভরপুর।


ব্যথিত এ মন, জলভরা আঁখি,
প্রতারণার আশ্রয়ে প্রিয় স্বজনরা।
বুকে রেখেছি, কিভাবে দুরে রাখি,
ভালবেসে মধু খায় প্রাণ  ভোমরা।


আশায় তুলেছি পাল, পর্বতসম ঢেউ,
ক্ষীণ আশা বাঁচিবারে, আপন নয় কেউ।
এ জগৎ মিথ্যায় ভরা পরতে পরতে ঠক,
নিজ স্বার্থ আদায়ে করে যে কতো নাটক।