যে গ্রন্থ পড়লে মন হয় কোমল,
দো-জাহান হয় অতি উজ্জ্বল,
ভাবো মনা! এখনই তাতে বাড়াও আমল।


কি নাই তাতে? খুঁজে পাবে সবকিছু,
যেই জানে, সারা জাহান ঘুরে তার পিছু,
মানুষ হয়ে মানুষকে কেন করো নিচু?


বলছি, ঐশী ঐ মহাগ্রন্থের কথা,
জানলে, মনের মাঝে ঢেউ খেলে শান্তির বারতা,
হৃদয়ঙ্গম করলে দূর হয়ে যায় সকল মলিনতা।


মহান রব নিজেই করেছেন ঘোষণা,
এ গ্রন্থ এত্তো সহজ, সকলের হোক জানা,
যেই জানে আর মানে, সেই পায় ঠিকানা।