জানে সব প্রভু রব্বানা,
কার কোথায় হবে ঠিকানা,
তা তো কেউ জানে না।


দুর্বল চিত্তে ঠুনকো বিশ্বাস,
এটা ঠিক, তিনি কেড়ে নিবেন নিশ্বাস।
আশার আলো নিভে আর জ্বলে,
বিশ্বাসটা ইবলিশ ভাঙ্গতে চায় কৌশলে!


কপটের জালে ধরা পড়ে যে জন,
অকপটে স্বীকার করে সেই ব্যথিত মন।
হারামের মাঝে আরাম করে যে জনা,
সে তো মানুষ নয়, মানুষ নামে হায়েনা।


মায়ার মোহনজালে বন্দী হয়ে কাঁদি,
দু'নয়ন জলে ভাসি গভীর রাত অবধি!
প্রভু! তুমি বিনে সবটা যাবে বিফলে,
এ জীবন তোমারি দান, যাই তা ভুলে।


চাহি ব্যোমতলে তোমারি পানে এ আমি,
সকলে ফিরে গেলেও তুমি রবে অন্তর্যামী।
আজি কপটতার বেড়াজালে বন্দী হয়ে ঘুরি,
মানবতার ফেরিওয়ালা! মানবতা করে চুরি!


তাং ১৯/১২/২০২০