মন খুঁজে বেড়ায় কাজল কালো চোখ,
প্রিয় রাখালের বাঁকা বাঁশের বাঁশি,
দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ।


আনচান করা কিশোরীর  খোলা চুল,
কৃষাণীর চপল পায়ে একাকী পথচলা,
কিশোরী কাশফুলের আলতো ছোঁয়া।


এ মন খুঁজে আদর মাখা মায়ের বকুনি,
বেঁধে দেয়া লাল ফিতায় মাথার চুল,
আঁচলে লুকিয়ে রাখা সেই লাজুক লাজুক মুখ।


ধূলো মাখা দেহে পুকুরে জল ডুব,
মেঠোপথ ধরে হারিয়ে যাওয়ার অনাবিল সুখ,
এ মন খুঁজে শান্ত ঐ দুটো কাজলে আঁকা চোখ।


মাঝ দুপুরে ছোঁয়া লাগা দখিনা মলয়,
বৃক্ষ ছায়ায় দলবেঁধে শোনা রাখালিয়া সুর,
উদ্দেশ্যহীন হাত ধরে হেঁটে যাওয়া অনেক দূর।


অপেক্ষয়মাণ প্রেয়সীর টোল পড়া গালে
ব্যথাতুর মনের না বলা কথার ঢেউ যায় তুলে,
বিরহিণী মন খুঁজে বেড়ায়, দুঃখ নিয়ে আঁচলে।