মাঝে মধ্যে  আমি তোমার কথা ভাবি,
শ্রাবণের বারিধারার মতো নামে দু'চোখের জল।
এক ঝাঁক জোনাকি পোকা নিত্য আমার আঙ্গিনায়,
খেলা করে সদ্য ফোটা লাল জবাদের সাথে।


অজান্তে তোমার কথা ভাবি,
ডাহুক ডাকা ভোরে প্রিয়তমার স্পর্শে।
গভীর রাতে নিঃশব্দ প্রার্থনায়,
ঘুমিয়ে থাকা তরু লতার স্নিগ্ধ আবাহনে।


রাতের আকাশে তারাদের মিটিমিটি আলোয়,
নিশিজাগা পাখিরা প্রেমের আলিঙ্গনে মত্ত।
পুস্করিণীতে ষোড়শীর গোপন জল সিঞ্চনে,
মনের আয়নায় ভেসে উঠে স্মৃতির ক্রন্দনে।