নয়নের জল দেখে নয়ন যায় ভিজে,
এ মন যায় মনের কাছে একটা মনের খুঁজে।
দুই পাহাড় দুঃখ নিয়ে কী খুঁজো বুকের ভাঁজে?
সুখের ছোঁয়া পেতে দুঃখ লুকায় তার মাঝে!


অসুন্দরের মাঝে সুন্দর খুঁজে এ দুটো চোখ,
সুন্দরের টানে মনটা আজি পোহায় শুধু দুর্ভোগ।
চারিপাশে অসুরে অসুস্থ অগণন মানুষ,
লোভ আর লালসায় মজে অনেকেই বেহুশ।


ভাগটা নিতে চায় না দুঃখের, বুঝে নেয় নিজের ভাগ,
সাজানো বাগানে বুলবুলি ঢুকতে খুঁজে শুধু ফাঁক।
মানুষ দাবি করলেও ওদের মানুষ বলা যায় না,
ভালো লোক এ ক্ষয়িঞ্চু  সমাজে একেকটা আয়না!