কর্মের হিসাব দিতে সৃষ্টি কাঁদে দিবস-রাত,
অদৃষ্টের লিখন যায় খণ্ডন, থাকে যাহা বরাত।
মানুষ হয়ে মানুষের ক্ষতি করা মহাপাপ,
সেদিনের সেই পরীক্ষায় নির্ঘাত ধরা, নেই মাফ!


এ ভাবিয়া আসমা বিবির বাপ কাঁদে নিরলে,
আশাহত হৃদয়ে কি জবাব দিবে, হিসাব ধরিলে।
রঙিন চেহারায় মজিয়া মনা ছুটছো তারই পিছনে,
শেষ এপিসোডে কি হবে, ভাবিলে জীবন যাবে যাতনে।


মানুষ রতন, করিয়া যতন, বানাইয়া দিলেন ছেড়ে,
ভবের মায়ায় জড়িয়ে মানুষ, সবই নিচ্ছে কেড়ে।
সময় বড়ই নিঠুর, আসবে যেদিন প্রাণের যম,
সব ছেড়ে খালি হাতে দেবে পাড়ি, কেড়ে নিলে দম।


মুখোমুখি হবে সেদিন মৌখিক পরীক্ষা,
পঞ্চ প্রশ্নের জবাব বড়ই কঠিন, চাইছি ভিক্ষা।
বিচার দিনের মালিক, চাই না কভু বিচার,
দু'হাত পেতে রইবো সেদিন, চাই করুণা তোমার!