মৃত্যুর মিছিলে তুমি আজ নির্বাক,
হাজার কথা ঐ বুকে জমা থাক।
এগিয়ে নিয়ে যাবে অন্তিম ঠিকানায়,
এতো ধন, এতো কিছু, তারপরও অসহায়।


নিথর দেহ আজি শুধুমাত্র উপলক্ষ,
বরাদ্দ আছে সাড়ে তিন হাতের ঐ কক্ষ।
শ্লোগানে শ্লোগানে আজ হবে না আর মিছিল,
পাপীরা পাপের ভারে বাঁচা খুব মুশকিল।


দু'হাতে লুটেছো শুধুই করোনি বাছবিচার,
আলো ছাড়া আলেয়া, চোখ মুদিলে আঁধার।
চারপাশে দেখার নেই সুযোগ গন্তব্য ঐ যে কবর,
অদৃষ্টের লিখন, যায় না খন্ডন, রটে যায় খবর।


দাপট- কপট পালাবে, হবেই যবে লাশ,
লাশের মিছিলে অংশীজনের অভিলাষ।
দূর্নীতির বেড়াজালে তুমি সাজো নায়ক,
মানুষ বুঝে, তুমি কপট সুরের গায়ক।