সেজে আছো মৃত্যুর দুয়ারের অতিথি,
বাঁধো সব আমলনামা যতো আছে কীর্তি।
বিদায় বেলায় আয়োজনের রীতি,
ছিন্ন হবে যতো ছিল পুরানো পিরীতি।


একে একে মিটিয়ে নাও করেছ যত পাপ,
সময়ের দোলাচলে চেয়ে নাও মাফ!
সাঙ্গ হবে রঙিন জীবন রঙের বাজারে,
আকুল হবে প্রাণ, সময়ও নিঠুর হবে রে!


সবার উপর তিনি, পারেন করতে ক্ষমা,
অসৎ বুঝবে, খেলবে না সেই প্রিয়তমা।
সম্পদের পাহাড়ের চূড়ায় রবে শুধুই একা,
দু'চোখে নামবে জল, চারিদিকে সব ফাঁকা।


গোরস্থানের আঁধার ঘরে একা একা,
কেউ রবে না পাশে, চারদিকে ঢাকা।
হৃদয় ভেঙ্গে যাদের করেছো খান খান,
সময় গেলে পাবে না ওদের সন্ধান।