কি-বা ভ্রাতা কি-বা পিতা
কি-বা মাতা কি-বা ভগিনী আপনজন,
স্বত্ব আর স্বার্থে মজিয়া
আপন নিলয়ে নিজেই করে ভজন।
হৃদয় নগরে থাকিয়া হাসেন
সারাজগতের মালিক প্রভু নিরঞ্জন,
স্বার্থপর স্বার্থ ফুরালে ছিঁড়ে
ভালোবেসে দেখানো সকল বন্ধন।
এখন আমার আমিতে বন্দী
বাঁধন ছিঁড়িতে দু'নয়ন সদা করে ক্রন্দন।
এ পৃথিবীর 'পরে কতো সাধুজন
সাধনার আড়ালে পরধন করে হরণ।
ধ্যানী ধ্যান করে নিরলায়
বেলা শেষে ভেলায় ভেসে স্বর্গারোহণ।
মুখোশের আড়ালে মুখগুলো
চিনিতে পারিয়া ভাবনায় মজে কবিমন।
মায়াজালে বন্দী হইয়া
সব হারিয়ে কাঁদছে নসিমন।